এএফসি কাপে’র গ্রুপ পর্বের অলিখিত ফাইনালে আজ ভারতের মোহনবাগানের মুখোমুখি হবে বাংলাদেশের বসুন্ধরা কিংস।
মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকাল ৫টায়।২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান, ৪ পয়েন্ট বসুন্ধরার।
গ্রুপ পর্বের শীর্ষ দল পরের রাউন্ডে উঠবে। এমন অবস্থায় জয়ের বিকল্প নেই বসুন্ধরার সামনে, তবে ড্র করলেই চলবে মোহনবাগানের। কিংস কোচ অস্কার ব্রুজন জয়ের জন্য আরও আক্রমণাত্মক ফুটবলের আশ্বাস দিয়েছেন। ডিফেন্ডার তপু বর্মণ মোহনবাগানকে অভিজ্ঞতায় পুষ্ট দারুণ এক দল হিসেবে দেখছেন।
মোহনবাগানের কোচ অ্যান্থনি হাবাস বসুন্ধরা কিংসকে বলেছেন ‘অপরিচিত প্রতিপক্ষ’। ড্র নয়, জয় চান তিনি। প্রথম ম্যাচে মাজিয়াকে হারালেও পরের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ড্র করে বসুন্ধরা; তবে দুই ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান।
ইউএইচ/

