Site icon Jamuna Television

স্থগিত হলো পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

ছবি: সংগৃহীত

আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধে স্থগিত হলো পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজটির আয়োজক ছিল আফগানিস্তান, তবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিন ম্যাচের এই সিরিজটি এ বছর আর হচ্ছে না তা নিশ্চিত। তবে আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি।

শ্রীলঙ্কায় করোনার প্রকোপ বেড়ে যাওয়া এরইমধ্যে দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে আফগানিস্তানে চলমান পরিস্থিতি, সম্প্রচার জটিলতা বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version