Site icon Jamuna Television

আইভি রহমান রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার: ওবায়দুল কাদের

সন্ত্রাস বিরোধী সমাবেশ করতে গিয়ে আইভি রহমান নিজেই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছিলেন। দ্রুতই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ।

বিচারিক আদালতের রায় হয়ে গেছে; এবার উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

Exit mobile version