Site icon Jamuna Television

দুই বছর পর আর্জেন্টিনা দলে দিবালা

পাওলো দিবাল। ছবি: সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী তিন ম্যাচের জন্য দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বড় খবর, ৩০ সদস্যের দলে ফিরেছেন পাওলো দিবালা। য্যুভেন্তাস এই তারকা প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেলেন।

পিএসজিতে যাওয়ার পর প্রথম জাতীয় দলের ডাক পেলেন লিওনেল মেসি।আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা, ৬ সেপ্টেম্বর ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামেনি আর্জেন্টিনা দল। চোটের কারণে দলে নেই মাউরো ইকার্দি। কোপা আমেরিকার দলে থাকলেও বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে জায়গা পাননি গোলরক্ষক অগাস্টিন মার্চেসিন ও স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।

এদিকে, দলে ফিরেছেন পাওলো দিবালা, এমিলিয়ানো বুয়েনদিয়া, জেরোনিমো রই ও হুয়ান ফয়েথ। মার্চেসিনের জায়গায় সুযোগ পেয়েছেন ভিয়ারিয়াল গোলকিপার জেরোনিমো রুই।

ইউএইচ/

Exit mobile version