Site icon Jamuna Television

কুমিল্লায় লঞ্চের ছাদে ডিজে পার্টি, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ডিজে পার্টিতে নাচতে গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার তিতাসে লঞ্চের ছাদে ডিজে পার্টিতে নাচানাাচি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট নিখোঁজ কিশোর শামীম হোসেনের (১৪) লাশ ভেসে উঠেছে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম তিতাস শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিতাস নদীতে স্থানীয় যুবকরা মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চ ভাড়া করে ডিজে গানের তালে ছাদে নাচানাচির করছিল। এক পর্যায়ে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এ সময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেন। আজ ভোরে তার মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় দগ্ধ ২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাতেই ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন যাবত উপজেলা প্রশাসন ও তিতাস থানা কর্তৃক নদীতে ডিজেপার্টি না করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযানও পরিচালনা করেছে।

/এসএইচ

Exit mobile version