Site icon Jamuna Television

সোহরাওয়ার্দীতে কাল আওয়ামী লীগের জনসভা; নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ঐতিহাসিক ৭ মার্চ কাল। এ উপলক্ষে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এরই মধ্যে সবধরনের প্রস্ততি শেষ হয়েছে। সভায় অংশ নিতে আসা নেতাকর্মীরা ৫টি গেট দিয়ে সভাস্থলে প্রবেশ করতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। নগরীর কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সমাবেশে লাখো মানুষের জমায়েত হওয়ার আশা আওয়ামী লীগ নেতাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনভোগান্তি কমাতে নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

Exit mobile version