Site icon Jamuna Television

পাবজিকে কেন্দ্র করে আলোচিত রসুল হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

পাবজি গেমকে কেন্দ্র করে মাগুরায় স্কুলছাত্র রসুল হত্যাকাণ্ডের মূল আসামি সজীবকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সিআইডির এক ব্রিফিংয়ে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ১৮ আগস্ট নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে হাজির করে রিমান্ডেও নেয়া হয়। রসুলকে হত্যার পর পালিয়ে গিয়েছিল সজীব। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সে।

গত ২৮ জুলাই মাগুরার বেরইল পলিতা গ্রামে ঘটনাটি ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে রসুলকে কুপিয়ে জখম করা হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version