Site icon Jamuna Television

এবার স্বর্ণের ব্যবসায় নামলেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

এবার স্বর্ণের ব্যবসায় নামলেন সাকিব আল হাসান। তার প্রতিষ্ঠানের মাধ্যমে স্বর্ণ কেনার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

স্বর্ণের ব্যবসার জন্য ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন সাকিব। ইতোমধ্যেই সরকারি অনুমোদনক্রমে দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার দাবি করেছেন সাকিব নিজেই।

ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক প্রয়োজনে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ সরবরাহ করবে বুরাক কমোডিটিজ। ঢাকা, রংপুর ও কুমিল্লায় ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে সাকিবের প্রতিষ্ঠান।

সম্প্রতি শেয়ার বাজারেও নেমেছেন সাকিব। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে ব্রোকারেজ হাউজের অনুমোদন পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইউএইচ/

Exit mobile version