Site icon Jamuna Television

কাবুলের আকাশ থেকে বিমান ছিনতাই

কাবুল থেকে উড্ডোয়নের পর অজ্ঞাত ব্যক্তিরা হাইজ্যাক করেছে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান।

কাবুলের আকাশ থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাৎ ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস।

আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের দেশে ফিরিয়ে নিতে কাবুলে নেমেছিল ইউক্রেনের ওই বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই হয়। ধারণা করা হচ্ছে বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হতে পারে।

আরও পড়ুন: তালেবানের বিরুদ্ধে মৃত নারীদের ধর্ষণের অভিযোগ আফগান নারী পুলিশের (ভিডিও)

বিমান ছিনতাইয়ের কথা ইউক্রেন সরকারও নিশ্চিত করেছে।

আরও পড়ুন: নির্ধারিত সময়ে কাবুল না ছাড়লে কঠিন পরিণতি হবে: তালেবান

/এসএইচ

Exit mobile version