Site icon Jamuna Television

দুর্ধর্ষ মাদক সম্রাটকে মেক্সিকোতে হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

দুধর্ষ মাদক সম্রাট এদোয়ার্দো আরিলানোকে মেক্সিকোর কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

মেক্সিকোর দুর্ধর্ষ মাদক সম্রাট এদোয়ার্দো আরিলানোকে তার নিজ দেশ মেক্সিকোর কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কারাগারে ১৫ বছরের সাজা ভোগ করছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় মাদক চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল এদোয়ার্দো’র বিরুদ্ধে। তিনিসহ
তার সাত ভাই মিলে ৯০’র দশকে গড়ে তোলেন ‘আরিলানো ফেলিক্স কার্টেল’ নামের বিখ্যাত/কুখ্যাত মাদক চক্র।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। খুব অল্প সময়ের মধ্যেই তাদের ব্যবসা সম্প্রসারিত হয় যুক্তরাষ্ট্রেও।
তবে পরে প্রশাসনের তৎপরতায় ভেঙে যায় চক্রটি। একে একে নিহত অথবা আটক হয় আরিলানো ভাইয়েরা।

২০০৮ সালে এক অভিযানে এদোয়ার্দোকে গ্রেফতার করে মেক্সিকো। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেয়া হয় তাকে।

/এসএইচ

Exit mobile version