Site icon Jamuna Television

কবে খুলবে ঢাবির হল, জানা যাবে সন্ধ্যায়

ফাইল ছবি

শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া, হল খুলে দেয়াসহ সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আজ সন্ধ্যায় সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে প্রভোস্ট কমিটির বৈঠক সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ড. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির সভা আছে। সভায় শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয় খোলা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া হলগুলোর অবস্থা পর্যালোচনা করে কীভাবে দ্রুত খোলার ব্যবস্থা করা যায় সে বিষয়েও সংশ্লিষ্ট প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা দেয়া আছে সরকারের পক্ষ থেকে। এক বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চ শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version