Site icon Jamuna Television

তালেবানের অনুরোধে জ্বালানি তেল পাঠাচ্ছে ইরান

আফগানিস্তানে জ্বালানি তেল পাঠাচ্ছে ইরান। ছবি: সংগৃহীত

তালেবানের অনুরোধে আফগানিস্তানে জ্বালানি তেল পাঠাচ্ছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রকাশ্যে তেল রপ্তানি শুরু করলো ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রেক্ষিতে সেখানে এখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের দাম প্রতি টন বেড়ে দাঁড়িয়েছে ৯০০ মার্কিন ডলারে।

সম্প্রতি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের আহ্বানে সাড়া দিয়ে তেহরান এরই মধ্যে স্থলপথে দেশটিতে তেল রপ্তানি শুরু করেছে।
আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে তেলের মূল্য যাতে না বাড়াতে পারে, এ জন্য তালেবান ইরান থেকে তেল আমদানি শুরু করেছে।

ইরানের তেল-গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মুখপাত্র হামিদ হোসেনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version