Site icon Jamuna Television

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাবি শিক্ষকের নীরব পদযাত্রা

অধ্যাপক ড. ফরিদ খান ও তার ছাত্র।

রাজশাহী ব্যুরো:

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ১৫ কিলোমিটার নীরব পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ খান।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তিনি এক শিক্ষার্থীকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু করেন। পরে রাজশাহী কলেজ, সরকারি নিউ ডিগ্রী কলেজ, মেডিকেল কলেজ, রুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে দিয়ে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে বিশ্ববিদ্যালয়ের এসে পদযাত্রা শেষ করেন। এসময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে লিফলেটও বিতরণ করেন।

অধ্যাপক ড. ফরিদ খান বলেন, ইউনিসেফ বা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র ১১টি দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা যেহেতু একটি নিত্য সেবা, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

Exit mobile version