Site icon Jamuna Television

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে জালে

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ ।

বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে জেলেদের জালে। মাছটির ওজন প্রায় ১০ মণ বা ৪০০ কেজি।

মৎস্য ব্যবসায়ীরা জানান, গভীর সমুদ্রে বরগুনা জেলার মাসুম কোম্পানির জালে ধরা পড়ে এই শাপলাপাতা মাছটি। দুপুরে বাগেরহাটের কেবি বাজার মৎস্য আড়তে আনা হলে এক নজর দেখতে ভিড় জমান অনেকে।

এরপর, ৫২ হাজার ৫শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার। পরে মাইকিং করে সাড়ে ৩শ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন তারা।

Exit mobile version