Site icon Jamuna Television

আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর মারা গেছেন

আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর মারা গেছেন। ছবি: সংগৃহীত

মাত্র ৩৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। হৃদরোগের জটিলতার কারণে শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান। তার মা এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন।

ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইগর যুক্তরাষ্ট্রের সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান ২৭ বছর বয়সে। তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি তুরস্কের, যার নাম সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি।

বিশেষজ্ঞরা জানিয়েছে, পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃসরণই এই অস্বাভাবিক উচ্চতার জন্য দায়ী।

ইগরের মা জানান, তিনি সন্তানের চিকিৎসার জন্য ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে মায়ো ক্লিনিকে যান। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।

২০০৯ সালে এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার চোখে পরেন ইগর। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড় ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।

Exit mobile version