স্টাফ রিপোর্টার, নাটোর
‘মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দিক্ষা ’এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে এক র্যালি বের করা হয়।
র্যালিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।

