Site icon Jamuna Television

ব্রিজের কাছে এসে ডুবে গেলো লাকড়িবোঝাই ট্রলার (ভিডিও)

ট্রলারটি ডুবে যাওয়ার সময়ের দৃশ্য।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে লাকড়িবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। কালিয়াকৈর বাজারে ব্রিজের কাছে এসে তীব্র স্রোতে কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় লাকড়ির নীচে চাপা পড়ে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। ট্রলারটি উদ্ধার করা না গেলেও ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠেছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের মির্জাপুর থেকে সাড়ে ৩০০ মণ লাকড়ি নিয়ে ট্রলারটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথে গাজীপুরের কালিয়াকৈর বাজারের ব্রিজের কাছে এসে স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়দের দাবি, ব্রিজের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগেনি। অতিরিক্ত লাকড়ি বহন করার জন্য ট্রালারটি ডুবে গেছে। তবে ট্রলারটি ডুবে যাওয়ার সময় করা এক ভিডিওতে ব্রিজটিকে কেঁপে উঠতে দেখা গেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় কেউ নিখোঁজ নেই। সবাইকে উদ্ধার করা হয়েছে। ট্রালাটি এখনও উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারে অভিযান চলছে।

/এস এন

Exit mobile version