Site icon Jamuna Television

নারীদের কাজে যেতে হবে না, ঘরে থাকলেও মিলবে বেতন: তালেবান

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি: সংগৃহীত

সাময়িকভাবে আফগান নাগরিকদের কর্মস্থলে যেতে বারণ করেছে তালেবান। কাজে না গেলেও বাড়িতে বসেই বেতন দেয়া হবে এবং চাকরি থেকেও বাদ দেয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। খবর বার্তা সংস্থা এএফপির।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে নারীদের এখন বাড়িতে থাকা উচিত। নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, নারীদের চাকরি থেকে বাদ দেয়া হবে না এবং তাদের বেতন পরিশোধ করা হবে।

বিবিসির কাছে ইতোমধ্য কয়েকজন নারী তাদের চাকরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন। বর্ননা করেছেন তাদের কর্মস্থলে উপস্থিতির বিষয়টিও। কেউ কেউ বলছেন তাদের (নারীদের) চাকরির পরিবর্তে পুরুষ আত্মীয়রা চাকরি করতে চান।

এছাড়াও যেসব আফগান নাগরিক দেশ ছাড়ার আশায় কাবুল বিমানবন্দরের বাহিরে ভিড় করছে তাদেরকে আর বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে।

Exit mobile version