Site icon Jamuna Television

মেসি মাঠে নামার আগেই সব টিকেট শেষ!

পিএসজি'র হয়ে মেসির অভিষেকের এক সপ্তাহ আগেই ওই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে।

পিএসজির হয়ে মেসির অভিষেক হওয়ার ১০ দিন আগেই শেষ হয়ে গেছে পরম আকাঙ্ক্ষিত সেই ম্যাচের টিকেট। এমনটাই জানাচ্ছে ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো।

পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনোর কথায় আভাস মিলেছে রাঁসের বিপক্ষে পিএসজির হয়ে অভিষেক হতে পারে লিও মেসির। এমন আভাসেই সেই ম্যাচের ১০ দিন আগেই কি না শেষ হয়ে গেছে সব টিকিট!

ওই ম্যাচের ২০ হাজার ৫৪৬ টিকেট ছাড়া হলেও সবগুলোই বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে। স্টেডিয়ামের বাইরে ঝুলছে ‘নো টিকিট’ লেখা সাইনবোর্ডও।

শুধু সমর্থক নয় বা মেসি ভক্ত না, আগ্রহ আছে সাংবাদিকদেরও। এই ম্যাচের অ্যাক্রিডেশনের আবেদন জমা পড়েছে ১২০টি। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ১১৩টি অ্যাক্রিডেশন কার্ডের আবেদন জমা পড়েছিল রাঁসের মাঠের কোনো ম্যাচে।

/এসএইচ

Exit mobile version