Site icon Jamuna Television

ব্রাজিলের বিপক্ষে অনিশ্চিত মার্টিনেজ-রোমেরো!

ইংল্যান্ডের কোয়ারেন্টাইন বাধ্যবাধকতায় ব্রাজিলের বিপক্ষে দলে অনিশ্চিত মার্টিনেজ-রোমেরোসহ বেশ কজন।

শঙ্কা জেগেছে আর্জেন্টিনার হয়ে মার্টিনেজ-রোমেরোদের খেলা নিয়ে। ইংল্যান্ডের কোয়ারেন্টাইন বাধ্যবাধকতার কারণেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

করোনামহামারি থেকে সতর্ক থাকতে ইংল্যান্ডের তালিকাভূক্ত কিছু দেশ আছে যেসব দেশ থেকে আসলে বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে নবাগতদের।

তবে আর্জেন্টিনার ফুটবলারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। আগামী ৬ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামবে তারা। ম্যাচের আগে যদি কোয়ারেন্টাইনে থাকার সময় কমানো না যায়, তাহলে আসন্ন ম্যাচগুলোতে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে না এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোর মতো তারকাদের।

একই কারণে খেলা অনিশ্চিয়ত স্কোয়াডে থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভান্নি লো চেলসোর খেলাও।

/এসএইচ

Exit mobile version