Site icon Jamuna Television

ভারতে ৪৬ হাজার ছাড়ালো দৈনিক সংক্রমণ

ভারতে ৪৬ হাজার ছাড়ালো দৈনিক সংক্রমণ

ছবি: সংগৃহীত

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। এর আগে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে ছিল। কিন্তু দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কিছুটা কমেছে।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৫৮ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৪৭ লাখ ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৮ জনের।

এনএনআর/

Exit mobile version