Site icon Jamuna Television

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চড় মারতে চেয়ে গ্রেফতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চড় মারতে চেয়ে গ্রেফতার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে’কে চড় মারতে চেয়ে গ্রেফতার হলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নারায়ণ রানে। মঙ্গলবার রাতেই তিনি শর্তসাপেক্ষে পান জামিন।

আগামী ৩১ আগস্ট এবং ১৩ সেপ্টেম্বর তিনি পুলিশের কাছে হাজিরা দিবেন। এছাড়া তদন্তের স্বার্থে দিতে হবে কণ্ঠস্বরের নমুনাও।

সোমবার রায়গড়ের এক সমাবেশে রানে বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানেন না- কোন বছরে ভারত স্বাধীন হয়েছিলো। এটা খুবই লজ্জার বিষয়। ১৫ আগস্ট তার ভাষণের সময় উপস্থিত থাকলে কষিয়ে চড় মারতাম।’ ঐ আপত্তিকর মন্তব্যের জেরেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে শিবসেনা। গ্রেফতার এড়াতে মুম্বাই উচ্চ আদালতে জরুরি শুনানির আবেদন করেন, বিজেপি নেতা। কিন্তু আদালত সেটি প্রত্যাখ্যান করেন। কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, গেলো ২০ বছরের মধ্যে এবারই প্রথম ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্রেফতার হলেন। এ ঘটনায় উত্তাল মহারাষ্ট্র।

এনএনআর/

Exit mobile version