Site icon Jamuna Television

তক্ষককে কুমিরের বাচ্চা ভেবে ভয় পায় গৃহকর্ত্রী; দেখতে উৎসুক জনতার ভিড়

তক্ষককে কুমিরের বাচ্চা ভেবে ভয় পায় গৃহকর্ত্রী; দেখতে উৎসুক জনতার ভিড়

ছবি: সংগৃহীত

সিলেট শহরের একটি বাড়ি থেকে বিপন্ন প্রাণী তক্ষক উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তা উদ্ধার করে সিলেট খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ।

স্থানীয়রা জানান, নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ১৬৩ নং বাসায় গত রোববার সকালে ঘরে প্রবেশ করে তক্ষকটি। প্রথমে এটিকে কুমিরের বাচ্চা ভেবে ভয়ে বিষয়টি গৃহকর্ত্রী অন্যদের জানায়।

তক্ষকটি দেখতে উৎসুক জনতা সকাল থেকেই ঝালোপাড়া এলাকায় ভিড় করে। পরে তক্ষকটি একটি ঝুড়ির মধ্যে বন্দী করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়া হয়। মঙ্গলবার দুপুরে এটি উদ্ধার করে নিয়ে যান। তক্ষকটি খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ।

বন বিভাগ জানায়, ৩ থেকে ৪শ গ্রাম ওজনের প্রায় ৭ ইঞ্চি লম্বা তক্ষকটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত।

এনএনআর/

Exit mobile version