Site icon Jamuna Television

গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপরে

গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপরে

ছবি: সংগৃহীত

মধ্যাঞ্চলে প্রধান নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গোয়ালন্দে পদ্মার পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপরে। এতে তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে গেছে। চর আর নিম্নাঞ্চলের পর নতুন নতুন এলাকা জলবন্দি হয়ে পড়ছে। দুর্ভোগে পানিবন্দি মানুষ।

পানি ঢুকছে শরীয়তপুরে। সুরেশ্বর পয়েন্টে ২৮ সেন্টিমিটার উপরে নদীর পানি।

ধলেশ্বরীতে প্রবাহ বেড়ে এলাসিন পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপরে বইছে। এছাড়া যমুনা, গড়াই, আত্রাই, মেঘনাসহ কয়েকটি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

এনএনআর/

Exit mobile version