Site icon Jamuna Television

অভ্যন্তরীণ সংঘাত চায় না তালেবান, আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব

আলোচনার মাধ্যমে অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে চায় তালেবান।

আফগানিস্তানের কোনো প্রদেশে যুদ্ধ বা অভ্যন্তরীণ সংঘাত চায় না তালেবান। তাই পানশিরের বিষয়ে আলোচনার ভিত্তিতেই সমাধান করতে আগ্রহী তারা।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। জানান, মধ্যস্থতার প্রক্রিয়া চলছে। পানশিরের যোদ্ধাদের অস্ত্র সমর্পনের আহ্বান জানান তিনি। আশ্বস্ত করেন, বিবেচনা করা হবে তাদের দাবি-দাওয়া। সব রাজনৈতিক পক্ষের সাথেই আলোচনা চলছে বলেও দাবি করেন তালেবান মুখপাত্র।

এর আগে পানশির নিয়ে সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনা করতে চান বলে জানান সেখানকার নেতা আহমেদ মাসুদ। ঘানি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ্’র ডাকে সাড়া দিয়ে উপত্যকায় তালেবান বিরোধী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন তিনি।

এখন একমাত্র দখলমুক্ত প্রদেশটি ঘেরাও করে রেখেছে তালেবান।

/এসএইচ

Exit mobile version