Site icon Jamuna Television

মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামারা গতকাল প্রতিবেশী মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন।

মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো আলজেরিয়া। প্রতিবেশীর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত। সাম্প্রতিক প্রাণঘাতি দাবানল ইস্যুতে তিক্ততার জেরেই এমন সিদ্ধান্ত আলজেরিয়ার।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামারা
এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি জানান, মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি। এ ব্যপারে মরক্কোর তরফ থেকে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে, দেশটির বাদশাহ প্রতিবেশীর সাথে সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে, আলজেরিয়া অভিযোগ তোলে যে- প্রাণঘাতী দাবানলের জন্য যে গোষ্ঠী দায়ী তাদের ইন্ধন যোগাচ্ছে মরক্কো। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে কয়েক দশক ধরেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে তিক্ত সম্পর্ক।

/এসএইচ

Exit mobile version