Site icon Jamuna Television

করোনায় দৈনিক মৃত্যু এবং সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র

করোনায় দৈনিক মৃত্যু এবং সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

দৈনিক প্রাণহানি এবং সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১১শ’র বেশি মানুষ। এক লাখ ৪৮ হাজারের মতো মানুষের শরীরে মিললো ভাইরাসটি।

দিনে হাজারের ওপর মৃত্যু লিপিবদ্ধ করে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়া। তবে করোনার বিস্তার কিছুটা নাগালে রয়েছে দেশটির। এদিন ব্রাজিলে ৮৮৫, রাশিয়ায় ৮শ’ আর ইরানে ৭০৯ জনের মৃত্যু হলো করোনায়।

দেড়মাস পর ভারতে আবারও দিনে ৭৩৭ জন মারা গেলেন ভাইরাসটির প্রকোপে। এছাড়া দু’মাস পর দেশটিতে দিনে শনাক্ত হলো অর্ধলাখের বেশি সংক্রমণ।

করোনাভাইরাসে ৪৪ লাখ ৬৫ হাজার ছাঁড়ালো মোট প্রাণহানি। এক সপ্তাহের ব্যবধানে দিনে আবারও ১০ হাজারের ওপর মৃত্যু দেখলো বিশ্ব। মোট শনাক্ত ২১ কোটি ৪০ লাখের বেশি।

এনএনআর/

Exit mobile version