Site icon Jamuna Television

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট।

বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বিমানবন্দর ও আশপাশের সড়কের যাত্রীরা।

মহাখালী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। যানজটে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত বাহনের যাত্রীরাও যানজটে নাকাল।

ভুক্তভোগীরা বলছেন, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থেকে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন তারা। সড়কের যানজটের চিত্র দেখে অনেকে আবার বাসায়ও ফিরে যাচ্ছেন। তারা বলছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উন্নয়নমূলক কাজের জন্য দুর্ভোগ বেড়েছে।

ইউএইচ/

Exit mobile version