Site icon Jamuna Television

পাগলাটে নৌকাবাইচে মাতলো হাঙ্গেরির এক গ্রাম

এই নৌকাবাইচের নৌকাগুলো তৈরি হয় নানা আদলে।

ভিন্ন ধারার পাগলাটে এক নৌকাবাইচ আয়োজন করে দৃষ্টি কাড়লো হাঙ্গেরির একটি গ্রাম। হারজিত ছাপিয়ে প্রতিযোগিতা যে নিছক আনন্দের, সেটাই এখানে মুখ্য। কস্টিউম থেকে নৌকার আদল, সবকিছুই হাসির রোল ফেলে দর্শকদের মাঝে।

হাঙ্গেরির ‘ব্যাকস কিসকুন’ কাউন্টির ‘হারতা’ গ্রামে প্রতিবছরই আয়োজিত হয় বিশেষ এ নৌকাবাইচ। এলাকাবাসীকে নিখাদ আনন্দের স্বাদ দিতেই  এই নৌকাবাইচের আয়োজন। ভিন্ন ভিন্ন থিমের ওপর বানানো হয় নৌকাগুলো। এবারের থিম কার্টুন চরিত্র, পানশালা ও পিজ্জা।মজার এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়, অংশ নেয়াই যেন বড় কৃতিত্ব।

নোরবের্ট ইভানি নামের এক প্রতিযোগী বলেন,  আমরা নৌকাটিকে বারের আদলে সাজিয়েছি। দ্রুত এগিয়ে নিতে এতে সাইকেলের প্যাডেল লাগিয়েছি। প্রত্যেক গ্রীষ্মে এই আয়োজনের জন্য আমরা মুখিয়ে থাকি।

আত্তিলা নামের আরেক প্রতিযোগী বলেন, গ্রুপের সবাই আমরা এই রেসের ভক্ত। বলতে পারেন আমরা পাগলাটেও। আয়োজনটি গ্রামবাসীকে একত্রিত করে। মজার সব ঘটনা আপনাকে হাসতে বাধ্য করবে।

হাসি-তামাশায় ভরা থাকলেও এর পেছনে আছে পরিবেশ সচেতনতার বার্তা। প্রতিযোগীরা নিজেরাই বানান নৌকাগুলো। সেখানকার শর্ত পরিবেশের ক্ষতি করে এমন উপকরণ ব্যবহার করা যাবে না নৌকা তৈরিতে।

নৌকাবাইচ আয়োজক রাফায়েল বলেন, এলাকার সবাই এই আয়োজনটি ভীষণ পছন্দ করে। এটি রীতিমতো উন্মাদনার। নৌকা বানানো থেকে শুরু করে অংশ নেয়া পর্যন্ত সবই দারুণ উপভোগ্য। হাসি-তামাশা থাকলেও রেসের সময় নিজেদেরকে রকস্টার মনে হয়।

এ বছরের প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি নৌকা। সাজ পোশাক থেকে শুরু করে মাঝপথে এক দলের প্যাডেল ভেঙে যাওয়াসহ নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয় এ উদযাপন।

/এস এন

Exit mobile version