Site icon Jamuna Television

আন্দিজে মেসির নামে মাঠ বানিয়েছেন গার্দিওলা

মেসির নামে আন্দিজ পর্বতে মাঠ বানিয়েছেন মেসি-ভক্ত গার্দিওলা। ছবি: সংগৃহীত

ফুটবল জাদুকর লিওনেল মেসির নামে আর্জেন্টিনার মেন্দিজ শহরে আন্দিজ পর্বতমালার উপর মাঠ বানিয়েছেন গার্দিওলা। তবে তিনি ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা নন। তার নাম ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলা। মেসির প্রতি ভালোবাসা থেকেই এমনটি করেছেন তিনি।

লিওনেল মেসির জন্য তার ভক্তকুলের ভালোবাসা, ভক্তি আর শ্রদ্ধা- কোনোটিরই কমতি ছিল না কোনো কালে। প্রিয় তারকার জন্য হরেক রকমের পাগলামি আলোচনায় উঠে আসে নিয়মিতই। এবার মেসির জন্য খানিকটা ‘অন্যরকম’ কিছু করেই আলোচনায় এসেছেন গার্দিওলা।

এই গার্দিওলা মেসির একসময়ের কোচ পেপ গার্দিওলা নন। বরং মেসির সাথে কোনো সম্পর্কই নেই ফ্রান্সিস্কো হাভিয়ের গার্দিওলার।

আর্জেন্টাইন কিংবদন্তি মেসির প্রতি তার ভালোবাসার মাত্রা বোঝাতে আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালায় এক চিলতে সমতল জায়গার উপর দুই গোলপোস্ট সমেত ছোট একটি ফুটবল মাঠ বানিয়েছেন ৫৯ বছর বয়সী গার্দিওলা। দূরত্বের হিসেবে সেটির অবস্থান মেসির জন্মস্থান রোজারিও থেকে ১ হাজার কিলোমিটার দূরের আরেক শহর মেন্দোজায়।

কিন্তু আদর্শ ফুটবল মাঠের অনেক কিছুই নেই এখানে। মাঠে ঘাস নেই বললেই চলে। নেই আলোর ব্যবস্থা। মাঠে দাগাদাগির কোনো চিহ্ন নেই। এমনকি গোল পোস্টের মাপটিও ঠিক নেই। তবুও এই মাঠের নাম রাখা হয়েছে এস্তাদিও লিও মেসি।

মাঠের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন গার্দিওলার মেয়ে মাকা গার্দিওলা। সাথে লিখেছেন, এটি ছিল তার বাবার স্বপ্ন।

Exit mobile version