Site icon Jamuna Television

রংপুরে জামাতের কোতয়ালি থানা আমীর ও সা. সম্পাদকসহ ১০ নেতা গ্রেফতার

কোতয়ালি থানা, রংপুর। ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, রংপুর: 

রংপুর মহানগরীর বাবুখা এলাকা থেকে থেকে জামায়াতে ইসলামীর কোতয়ালি থানার আমির ফরহাদ হোসেন,  সাধারণ সম্পাদক শাহানত হোসেনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, ওই এলাকার লোকমান হোসেনের বাড়িতে গোপন বৈঠকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ করার প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়। 

পরে বিশেষ ক্ষমতা আইনে সন্ধ্যায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমির ও সাধারণ সম্পাদক ছাড়া গ্রেফতারকৃতরা রংপুর জামাতের বিভিন্ন দায়িত্বে ছিল বলেও জানান ওসি।

/এস এন

Exit mobile version