Site icon Jamuna Television

ভারতকে ৭৮ রানের লজ্জা উপহার দিলো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

লাঞ্চ বিরতির আগের বলেই আউট হয়েছিলেন অজিঙ্কা রাহানে। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে ড্রেসিং রুমে ফেরার সময়ও ভারত হয়তো ভাবেনি, কী অপেক্ষা করছে তাদের জন্য! ২০ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে মাত্র ৭৮ রানে অল আউট করে বড়সর একটা লজ্জাই উপহার দিলো ইংল্যান্ড।

শেষ ৬ উইকেট তুলতে ইংল্যান্ডের আর প্রয়োজন হয়নি প্রথম ৩ উইকেট নিয়ে ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেয়া জেমস অ্যান্ডারসনকে। ক্রেগ ওভারটন ৩টি, স্যাম কারেন ২টি এবং রাহানের উইকেটের পর আরও একটি উইকেট তুলে অলি রবিনসন নিশ্চিত করেছেন, দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প ছাড়া হেডিংলি টেস্ট বাঁচাতে পারবে না ভারত।

ভারতের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন কেবল রোহিত শর্মা ও অজিঙ্কা রাহানে। বাকি নয় ব্যাটারের রানগুলো দেখতে টেলিফোন ডিজিটের মতোই মনে হবার কথা।

ভারত এখনও আশাবাদী হতে পারে এটা ভেবে যে, উইকেট এখনও পেসার বান্ধব আচরণই করছে। তবে টসের সময় কোহলি বলেছিলেন, রবীন্দ্র জাদেজার স্পিনকে কার্যকর করার জন্য ম্যাচটিকে যতদূর সম্ভব গভীরে নিয়ে যেতে চায় তার দল। তবে অবস্থাদৃষ্টে সেই আশাকে বেশ দূরের বলেই মনে হচ্ছে এখন।

Exit mobile version