Site icon Jamuna Television

‘অবৈধ উপায়ে এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ’

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেশ গুরুতর অভিযোগ তুলেছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। খেলোয়াড়ের আগে ক্লাবের সাথে যোগাযোগ করার আনুষ্ঠানিক পথ যে মাদ্রিদ অনুসরণ করেনি সেদিকে ইঙ্গিত করে লিওনার্দো বলেছেন, রিয়াল মাদ্রিদ অবৈধ উপায়ে এগুতে চাচ্ছে। তারা যোগাযোগ করেছে এমবাপ্পের সাথে।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে পিএসজি ছাড়তে চান তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, নিশ্চিত করেছেন লিওনার্দো।

ফরাসি তারকা এমবাপ্পের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর অফার এ সপ্তাহেই দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর লিগ ওয়ানের ক্লাব পিএসজি জানিয়েছে, লস ব্ল্যাঙ্কোসে যোগ দিতে পিএসজির চুক্তি নবায়নে রাজি নন এমবাপ্পে।

ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টকে লিওনার্দো বলেছেন, এমবাপ্পে পিএসজি ছাড়তে চান এবং তার অভিপ্রায় খুবই স্পষ্ট। কেউ যদি ক্লাব ছাড়তে চায় তো আমরা তাকে আটকে রাখি না। তবে সবই করতে হবে আমাদের চুক্তির সাপেক্ষে।

তিনি আরও বলেন, রিয়াল মাদ্রিদের সাথে আলাপ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে ৩১ তারিখ। আমাদের পরিকল্পনা হচ্ছে তাকে রেখে দেয়া। তবে একান্তই যদি সে তা না চায় তবে আমাদের অন্যরকম ভাবতে হবে। তবে তাকে যে মূল্য দিয়ে এনেছিলাম তার কমে ছাড়বো না। কারণ মোনাকোকে এখনও এমবাপ্পের অর্থ পরিশোধ করছি আমরা।

Exit mobile version