Site icon Jamuna Television

নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করলেন প্রকাশ

ছেলের আবদারে নিজের স্ত্রী পনিকে দ্বিতীয় বার বিয়ে করলেন প্রকাশ। ছবি: সংগৃহীত

৫৬ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ প্রকাশ রাজ। তবে নিজের স্ত্রী পনি ভর্মাকেই বিয়ে করেছেন তিনি। ছেলে বেদান্তের ভীষণ ইচ্ছে ছিল বাবা-মায়ের বিয়ে দেখার। তাই ছেলের আবদারে ১১তম বিবাহবার্ষিকীতে পনিকে আবার বিয়ে করলেন রাজ।

টুইটারে বিয়ের করার খবর দিয়েছেন প্রকাশ নিজেই। কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। প্রকাশের প্রথম পক্ষের দুই মেয়ে মেঘনা আর পূজাও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ২০০৯ সালে ফের পনির বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রকাশ। এক ছবির সেটেই পনির সাথে পরিচয় হয় তার।

সিংঘাম, ওয়ান্টেডসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্রকাশ রাজ। জনপ্রিয় এই জাঁদরেল ভিলেন অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায়ও নাম লিখিয়েছেন। বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।

জনপ্রিয় এই অভিনেতা রাজনীতির মাঠে পা রাখেন ২০১৭ সালে। ২০১৯ সালে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বিতা করে হেরে যান প্রকাশ।

Exit mobile version