Site icon Jamuna Television

টটেনহামেই থাকছেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

টটেনহামেই থাকছেন হ্যারি কেইন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক টুইট বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই ইংলিশ তারকা ফরোয়ার্ড।

টুইট বার্তায় পরিষ্কার করেছেন, টটেনহামেই থাকছেন হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

ইংলিশ ফরোয়ার্ড কেইন সরাসরি ক্লাব ছাড়ার কথা না জানালেও ইঙ্গিত দিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ নেয়ার ব্যাপারে। কেইনকে দলে পেতে সবচেয়ে আগ্রহী ছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলে যোগ দিতে ইচ্ছুক কেইন টটেনহামের কাছে দলবদলের জন্য অনুরোধও করেছিলেন। ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মিস করেন বেশ কয়েকটি অনুশীলনও।

এবার সব গুঞ্জনের ইতি টেনে দিলেন কেইন নিজেই। এই মৌসুমে স্পার্সদের হয়েই খেলবেন এবং শতভাগ উজাড় করে দিতে চান দলের সাফল্য অর্জনে। টুইটারে এমনটাই জানিয়েছেন কেইন।

Exit mobile version