Site icon Jamuna Television

ইংল্যান্ডের বিরুদ্ধে বেসামাল ভারত

ভারতের দিনটি কেটেছে এমনই দুর্দশায়। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জন্য এর চেয়ে ভালো দিন আর হতেই পারতো না! হেডিংলি টেস্টের প্রথম দিনে ভারতকে ৭৮ রানে অলআউট করে দিয়ে কোনো উইকেট না হারিয়ে ১২০ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক ইংল্যান্ড। অর্থাৎ, হাতে সবকটি উইকেট নিয়ে ৪২ রানের লিড নিয়েছে ইংলিশরা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু দিনের ওই একটা সময়েই এগিয়ে ছিল তারা। কিন্তু খেলা যতোই এগিয়েছে, ম্যাচের লাগাম নিজেদের হাতে শক্তভাবে নিয়েছে জেমস অ্যান্ডারসনের বোলিং ইউনিট। অ্যান্ডারসনের তোপের পর রবিনসন, ওভারটন ও কারেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেছে লর্ডসে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ দুই ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ অবিচ্ছিন্ন ১২০ রানের জুটি গড়ে দেখিয়েছেন, হেডিংলির উইকেট আর যাই হোক, ব্যাটসম্যানদের বদ্ধভূমি অন্তত নয়। বার্নস ৫২ ও হাসিব আছেন ৬০ রানে অপরাজিত।

Exit mobile version