Site icon Jamuna Television

অবামেয়াংয়ের হ্যাট্রিকে বড় জয় পেলো আর্সেনাল

অবামেয়াংয়ের হ্যাট্রিকে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল।

কারাবাও কাপে বড় জয় পেয়েছে আর্সেনাল। পিয়েরে এমরিক অবামেয়াংয়ের হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ৬-০ গোলে হারিয়েছে গানাররা। অবামেয়াং ছাড়াও গোল করেছেন পেপে, শাকা ও লাকাজ্যাট।

এই অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যেতে ১৭ মিনিট সময় নেয় আর্সেনাল। ১৭ মিনিটে পিয়েরে এমরিক অবামেয়াং প্রথমবারে মত নাম তোলেন স্কোর শিটে। ৪৫ মিনিটে অবামেয়াং নিজের দ্বিতীয় আর ইনজুরি সময়ে নিকোলাস পেপে প্রথম গোল করলে ৩-০র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে গানাররা।

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন শাকা। আর ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন অবামেয়াং। আর সাবটিটিউট হিসেবে নেমে ল্যাকাজেট ৬৯ মিনিটে স্কোর শিটে নাম তুললে ৬-০ গোলের বড় জয় পায় আর্সেনাল।

/এসএইচ

Exit mobile version