Site icon Jamuna Television

সন্ত্রাসী হামলার হুমকিতে কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি

কাবুল বিমান বন্দরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার হুমকি থাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। নিরাপদে আফগানিস্তান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আগে কাবুলস্থ হামিদ কারজাই বিমান আন্তর্জাতিক বন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়েছে এ দেশগুলো।

ইতোমধ্যে নিজ নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে তারা।

এদিকে খুব শিগগিরই নাগরিক উদ্ধার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তালেবান জানিয়েছে, বিদেশি নাগরিক অপসারণের জন্য ৩১ তারিখের পর আর সময় দেয়া দেয়া হবে না কাউকেই।

গতকাল বুধবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওই সতর্ক বার্তায় বিমানবন্দরের অ্যাবে গেইট, ইস্ট ও নর্থ গেইট থেকে নাগরিকদের দ্রুত চলে যেতে বলা হয়। নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত, ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে অপেক্ষা করতে বলা হয়।

তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বিস্তারিত জানায়নি কোনো দেশই। আগামী ৩১ আগস্টের ডেডলাইনের আগে নিজ দেশের নাগরিকদের উদ্ধারে চলছে বিভিন্ন দেশের তৎপরতা। কাবুল থেকে এ পর্যন্ত সরিয়ে নেয়া হয়েছে ৮২ হাজারের বেশি বিদেশিকে।

/এসএইচ

Exit mobile version