Site icon Jamuna Television

ধান কাটতে গিয়ে জমিতে ঝুলে পড়া বিদ্যুতের তারে লেগে কৃষকের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে নিজের জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক।

কুমিল্লার মুরাদনগরের গুঞ্জরপুর মধ্যপাড়া এলাকায় নিজ জমিতে ধান কাটতে গিয়ে ঝুলে পরা বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক কৃষক।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে নিজের জমিতে ধান কাটতে গিয়েছিলেন কৃষক জীবন মিয়া। জমির উপরে ঝুলে পড়া পল্লীবিদ্যুতের তারের সাথে হঠাৎ করেই জীবন মিয়ার পিঠ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ঝুলে পড়া তারের ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এই দুর্ঘটনা এড়ানো যায়নি।

জমির উপর ঝুলে পড়া তারে লেগে কৃষকের মৃত্যুর ব্যাপারে সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত হচ্ছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/এসএইচ

Exit mobile version