Site icon Jamuna Television

ফেনীতে বাঁধ ভেঙে ৪টি গ্রাম প্লাবিত

ফেনীতে মুহুরী নদীর বাঁধের একাংশে ভেঙে গেছে।

ফেনীর ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটায় পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।

মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই ভাঙন। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা স্থানীয়দের।

Exit mobile version