Site icon Jamuna Television

খালে পড়ে যাওয়া সালেহের খোঁজ মেলেনি একদিনেও

খালে পড়ে যাওয়া সালেহের খোঁজ মেলেনি একদিনেও

ছবিধ সংগৃহীত

চট্টগ্রামে গতকাল বৃষ্টিতে জলাবদ্ধতার সময় রাস্তার পাশে খালে পড়ে নিখোঁজ সালেহ আহমেদের এখনও খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোর থেকে আবারও উদ্ধার কাজ চালাচ্ছে ২টি ডুবুরি দল। নিখোঁজ সালেহ আহমেদ তীব্র স্রোতে খাল দিয়ে কর্ণফুলী নদীতে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানায়, সালেহ আহমেদ পেশায় সবজি বিক্রেতা। মাইজভান্ডার শরীফে মাজার জিয়ারতের উদ্দেশে গতকাল সকালে পটিয়ার বাসা থেকে বের হন তিনি। পরে দুপুরের দিকে নগরীর মুরাদপুর এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যান তিনি। এসময় ঐ এলাকায় জলাবদ্ধতা ছিলো। ফলে রাস্তা-খাল আলাদাভাবে বোঝার সুযোগ ছিলো না।

এনএনআর/

Exit mobile version