Site icon Jamuna Television

পুত্র সন্তানের মা হলেন নুসরাত

অভিনেত্রী নুসরাত। সংগৃহীত ছবি

ভারতের অভিনেত্রী নুসরাত জাহান আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতালে ভর্তির সময় নুসরাতের সাথে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, নুসরাত ও তার সন্তান দু’জনেই আপাতত সুস্থ আছে।

চলতি বছরের শুরুতে যশ-নুসরাতের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। জুন মাসে এক বিবৃতি দিয়ে নুসরাত জানান, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে ‘অবৈধ’। বহু আগেই সেই সম্পর্ক ভেঙে গেছে।

Exit mobile version