Site icon Jamuna Television

অতীত ভুলে নতুন জীবন শুরু ন্যান্সির

অতীত ভুলে নতুন জীবন শুরু ন্যান্সির

অতীত ভুলে নতুন করে জীবন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার সেই জীবনের পথে এক পা এগিয়ে গেলেন। বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিঙ্গেল থেকে নতুন সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এরইমধ্যে সেই মানুষটির সাথে হয়ে গেছে আংটি বদল পর্বও। ন্যানসির নতুন জীবনের সঙ্গীর নাম গীতিকার মহসীন মেহেদী। তার সাথেই পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে তার আংটি বদল।

গান লেখার পাশাপাশি মহসীন মেহেদী দেশের নামকরা এক সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করছেন। হবু স্বামীর লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যান্সি।

তবে আংটি বদল হলেও কবে বিয়ে করতে চলেছেন সে বিষয়ে কিছুই বলেননি এই গায়িকা।

Exit mobile version