Site icon Jamuna Television

মেসির খেলা স্পেনে দেখানোর ব্যবস্থা করলেন পিকে

স্পেনে মেসির লিগ দেখাবেন পিকে। ছবি: সংগৃহীত

স্পেনে ফরাসি লিগের সম্প্রচার স্বত্ব কিনেছে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের কোম্পানি কসমস হোল্ডিং। লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর তিন বছরের জন্য লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব কিনে নিলো পিকের কোম্পানি, নিশ্চিত করেছে ইএসপিএন।

পিএসজির জার্সিতে মেসির সম্ভাব্য অভিষেক হতে পারে রেইমের বিরুদ্ধে ম্যাচে। ম্যাচটি স্পেনে ফ্রি দেখাবে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ। এর মাধ্যমে ম্যাচটি সম্প্রচার করবে স্প্যানিশ চ্যানেল ইবাই লানোস। এছাড়া ম্যাচটির সম্প্রচার স্বত্ব কিনেছে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টেলিফিনকো।

এনজয় টিভির সাথে যৌথভাবে লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব কিনেছে কসমস।

ইএসপিএন জানিয়েছে, বার্ষিক আড়াই মিলিয়ন ইউরোরও কম মূল্যে এতদিন স্পেনে ফরাসি লিগের সম্প্রচার স্বত্ব ধরে রেখেছিল মুভিস্টার। কিন্তু এবার আর তারা চুক্তি নবায়ন করেনি। এ সবই ছিল মেসির পিএসজিতে যাবার আগের ঘটনা।

Exit mobile version