Site icon Jamuna Television

উপায় না পেয়ে মহাসড়কে অবতরণে বাধ্য হলো বিমান

মহাসড়কে বিমানের জরুরি অবতরণ।

কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ব্যস্ত মহাসড়কে অবতরণে বাধ্য হলো একটি বিমান। বিমানটি মহাসড়কে নেমে আসায় রাস্তায় চলমান কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় দুইজন। তবে বিমানের পাইলট ও একমাত্র যাত্রী অক্ষত আছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে দুপুরবেলা এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই রাস্তায় সিঙ্গেল ইঞ্জিনের ‘পিএ-থার্টি টু’ বিমানটিকে রাস্তায় নেমে আসতে দেখেন তারা। কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়ার পর রাস্তার ডিভাইডারে আটকে যায় বিমানটি। এ সময় এর একটি পাখা ভেঙে যায়। রাস্তায় দেখা দেয় দীর্ঘ যানজট।

বিমানটিকে কেন জরুরি অবতরণে বাধ্য করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এস এন

Exit mobile version