Site icon Jamuna Television

উত্তরা গণভবন পরিচ্ছন্নতায় নাটোরের ডিসি

স্টাফ রিপোর্টার

ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবনের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। মঙ্গলবার সকালে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় গণভবনের মূল ফটক, গ্রান্ডমাদার হাউস, ভিতরের আম বাগানসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে স্কাউটদের সাথে যোগ দেন তিনি।

জেলা প্রশাসককে দেখে স্থানীয় লোকজনও এসময় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, এনডিসি অনিন্দ্য মণ্ডল প্রমুখ।

Exit mobile version