Site icon Jamuna Television

বর্ডারক্রস মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণা, আটক ৩

নিজস্ব প্রতিনিধি:

ফেসবুকে আইডি খুলে অনলাইনে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোররাতে খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার রকিবুল ইসলাম (২৮) একই এলাকার সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সুমাইয়া আক্তার মীম (২২)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে আইডি খুলে সাতক্ষীরা ভোমরা কাস্টমস হাউজ থেকে সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভুয়া প্রচারণা দিয়ে আসছিলেন। অনলাইনে দেওয়া নম্বরে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন তারা।

মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের এই সদস্যদের শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version