Site icon Jamuna Television

গুলশানের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন গ্রেফতার

গুলশানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে কালাম রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সাল ও দুই ড্রাইভারকে আটক করা হয়েছে। বাসাটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চালানো ওই অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (ঢাকা মেট্রো উত্তর) রাশেদুজ্জামান বলেন, গুলশানে ব্যবসার কথা বলে বাড়ি ভাড়া নেন ফয়সাল। বাসাটির আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। এসব মদ তারা গাড়িতে করে হোম ডেলিভারি করতেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version