Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগে আপনার পছন্দের ক্লাবটি কোন গ্রুপে?

সবচেয়ে কঠিন গ্রুপ বি-তে পড়ছে লিভারপুল। লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তোর মুখোমুখি হতে হবে তাদের। ‘ই’ গ্রুপে মেসিবিহীন বার্সেলোনার সাথে দেখা হবে বায়ার্ন মিউনিখের। গতবারের মতো এবারও পিএসজির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। আর রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের সাথে।

দেখে নেয়া যাক, চ্যাম্পিয়ন্স লিগে  কারা রয়েছে:

এ গ্রুপ
ম্যান সিটি
পিএসজি
লাইপজিগ
ক্লাব বুর্গ

বি গ্রুপ
অ্যাথলেটিকো মাদ্রিদ
লিভারপুল
পোর্তো
এসি মিলান

সি গ্রুপ
স্পোর্টিং সিপি
ডর্টমুন্ড
আয়াক্স
বেসিকটাস

ডি গ্রুপ
ইন্টার মিলান
রিয়াল মাদ্রিদ
শাখতার দোনেস্ক
শেরিফ

ই গ্রুপ
বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা
বেনফিকা
ডায়নামো কিয়েভ

এফ গ্রুপ
ভিয়ারিয়াল
ম্যান ইউ
আটালান্টা
ইয়াং বয়েজ

জি গ্রুপ
লিল
সেভিয়া
সালজবুর্গ
উলফবুর্গ

এইচ গ্রুপ
চেলসি
য়্যুভেন্টাস
জেনিথ
মালমো

Exit mobile version