Site icon Jamuna Television

আন্দিজ পর্বতের চূড়ায় মেসির নামে মিনি স্টেডিয়াম (ভিডিও)

মেসি ফুটবল প্রেমিদের এক অন্যরকম উন্মাদনার নাম। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর মেসিভক্তরা প্রতীক্ষার প্রহর গুনছেন, কবে তিনি ক্লাবটির হয়ে মাঠে নামছেন। তবে মেসিকে নিয়ে ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলার উন্মাদনা একটু অন্যরকম। আন্দিজ পর্বতমালার এক পাহাড়ের চূড়ায় তিনি মেসির নামে বানিয়েছেন একটি মিনি স্টেডিয়াম।

মেসি ও আর্জেন্টিনার এই ভক্ত তার স্টেডিয়ামটির নাম দিয়েছেন এস্তাডিও লিও মেসি। পাহাড়ের চূড়ায় প্রিয় খেলোয়ারের নাম স্টেডিয়াম বানানোর কথা হয়তো আর কেউ কখনো চিন্তাও করেনি। অবশ্য স্টেডিয়ামের নামে এটি ছোট একটি মাঠ ছাড়া কিছুই নয়। তবে ইতোমধ্যে ফেসবুক-টুইটারে ভাইরাল এই মিনি স্টেডিয়ামটি।

ফ্রান্সিসকো হাভিয়ের গার্দিওলার ছেলে টুইট করে ওই স্টেডিয়ামের একটি ভিডিও দিয়েছেন। সাথে লিখেছেন— আমার বাবা পাহাড়ের চূড়ায় মেসির নামে একটি স্টেডিয়াম করেছেন। এটা হচ্ছে তার একটি স্বপ্ন। আর আমি মনে করি, বার্সেলোনা মেসিকে যে পারিশ্রমিক দিয়েছে, আমার বাবার এই ভালোবাসা তার তুলনায় অনেক বড়।

Exit mobile version